Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া হবে: ইসি আলমগীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৪, ০৯:৫২ এএম


অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া হবে: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া হবে। নির্বাচনে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না।

পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা প্রজাতন্ত্রের লোক, আপনারা কোন শক্তির পক্ষে সমর্থন করবেন না। যারা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মো. আলমগীর এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আরও বলেন, বিগত দিনে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। যেখানে সমস্যা দেখা দিয়েছে সেখানকার নির্বাচন স্থগিত করা হয়েছে। কারো পক্ষে নয় নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া নির্বাচন কমিশনারের প্রধান কাজ।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে এ সময় জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!