Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৪, ১০:১৮ এএম


ফেনীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফেনীতে মাদকসহ একটি পিকআপ গাড়ি জব্দ ও দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার তাদের বিরুদ্ধে জেলার দাগনভূঞা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আজিম (২৮), মো. মুরাদ (৩০)।

মামলার বাদী এএসআই আরিফ উল্লাহ জানান, শনিবার দিবাগত রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়নপুর গ্রামের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের সঙ্গে থাকা মাদক পরিবহনে ব্যবহৃত ওই পিকআপ গাড়িটিসহ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা।

দাগনভূঞা থানার ওসি মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে গ্রেপ্তারকৃতরা গাঁজা ও ইয়াবা ট্যাবলেটগুলো বহন করছিল। দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হবে।

ইএইচ

Link copied!