Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

উপজেলা পরিষদ নির্বাচন

পেকুয়ায় ২১ প্রার্থীর মনোনয়ন দাখিল

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৪, ১২:০৫ পিএম


পেকুয়ায় ২১ প্রার্থীর মনোনয়ন দাখিল

কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২১ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন আবেদন করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম এসব তথ্য জানান।

পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা যায়, চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাফায়েত আজিজ রাজু, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ড.মোহাম্মদ আশরাফুল ইসলাম সজীব, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম গিয়াস উদ্দিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা আ.লীগের সহ সভাপতি মহিউদ্দিন বাবর মুকুল, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সহধর্মিণী রুমানা আক্তার ও ব্যবসায়ী নুরুল আমিন মনোয়ন ফরম জমা দিয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম‌্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা আ.লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য নাছির উদ্দিন বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আসাছান উল্লাহ, সদর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান মাহাবুল করিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমতাজুল ইসলাম, আ.লীগ নেতা শাহাব উদ্দিন জাদদারী, ব্যবসায়ী হেলাল উদ্দিন ছিদ্দিকী মনোনয়ন জমা দিয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম‌্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম, সমাজকর্মী ইয়াসমিন সুলতানা, রাজিয়া সুলতানা, ফাতেমা বেগম ও আজমীর নুরে জান্নাত মনোনয়ন জমা দিয়েছেন।

এদিকে শেষ পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-জামায়াত অংশ না নিতে দলীয় নেতাদের নির্দেশনা দিলেও পেকুয়ায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার কেন্দ্রীয় বিএনপির ঘোষণাকে অমান্য করে পেকুয়ায় বিএনপি একাধিক নেতা উপজেলা নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।

আগামী ২১মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!