Amar Sangbad
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫,

গরু চোরাচালানে বাঁধা দেওয়ায় বাবা-ছেলেকে হত্যা

রামু (কক্সবাজার) প্রতিনিধি

রামু (কক্সবাজার) প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৪, ০২:২৭ পিএম


গরু চোরাচালানে বাঁধা দেওয়ায় বাবা-ছেলেকে হত্যা

কক্সবাজারের রামু উপজেলাধীন গর্জনিয়ায় মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরু চোরাচালানে বাঁধা দেওয়ার জের ধরে বাবা-ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলম (৫২) ও তার ছেলে মোহাম্মদ সেলিম (৩৩)।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইমন চৌধুরী জানান, গরু চোরাচালানকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে এমন তথ্য পাওয়া গেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

ইএইচ

Link copied!