Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ছাত্রদল নেতা কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৪, ০৩:২৮ পিএম


সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ছাত্রদল নেতা কারাগারে

লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় বিএনপি নেতা ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে জাহাঙ্গীর হত্যা মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন এজাহারভুক্ত ৯ আসামি।

এর মধ্যে ৭ জনের জামিন মঞ্জুর করলেও ২ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন লালমনিরহাটের দায়রা জজ মিজানুর রহমানের আদালত। জেল হাজতে প্রেরণকৃত সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর খান লালমনিরহাট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।

ইএইচ

Link copied!