Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের প্রাণ গেল ৪ জনের

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

এপ্রিল ২৩, ২০২৪, ০৯:৫০ এএম


কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের প্রাণ গেল ৪ জনের

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নারী ও শিশুসহ একই পরিবারের প্রাণ গেল ৪ জনের।

সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ ঘটনা ঘটে। নিহতরা রাস্তা পার হচ্ছিল। তাদের মধ্যে ২ জন নারী ও বাকী ২ জন শিশু সন্তান।

নিহত ব্যক্তিরা হলেন, কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের দিলবর নেছা (৫৫), তার পুত্রবধূ শাহীনুর আক্তার (২৪), নাতনি সায়মা আক্তার (৬) ও রাইসা আক্তার (২)। শাহীনুরের স্বামী সৌদি আরব প্রবাসী বলে জানা গেছে।।


বিষয়টি নিশ্চিত করেছেন, দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম।

তিনি বলেন, মহাসড়কের রায়পুর মালীখিল এলাকায় অজ্ঞাত একটি বাস পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

ওসি শাহীনুল আলম বলেন, সোমবার রাত ৮টার দিকে মহাসড়কের এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিলেন এক শিশুসহ তিন নারী। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। 
পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তিন নারীকে মৃত ঘোষণা করেন। তাদের সঙ্গে থাকা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে তারও মৃত্যু হয়।

 

বিআরইউ

Link copied!