কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
এপ্রিল ২৩, ২০২৪, ১২:৩৪ পিএম
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
এপ্রিল ২৩, ২০২৪, ১২:৩৪ পিএম
রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদর থেকে উদ্ধারকৃত অজরগটি কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় ১৪ ফুট দৈর্ঘ্যের প্রায় ১৫ কেজি ওজনের অজগরটি বনে অবমুক্ত করে বনবিভাগের সদস্যরা। এর আগে মঙ্গলবার রাত ৩টায় স্থানীয়রা অজগরটি লোকালয় থেকে উদ্ধার করেছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন এর উপস্থিতিতে অজগরটি বনে অবমুক্ত করা হয়। এসময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান খন্দকার, রাইয়ংখিয়ং বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা এএসএম মহিউদ্দিন সহ বনবিভাগের সদস্যরাও উপস্থিত ছিলেন।
কাপ্তাই ইউএনও মোঃ মহিউদ্দিন জানান, উপজেলার বড়ইছড়ি এলাকার লোকালয়ে অজগরটি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক মঙ্গলবার রাত ৩টায় উদ্ধার করে আমাদের খবর দিয়েছে। পরে অজগরটি বনবিভাগের নিকট হস্তান্তর করার পর সকাল ১১টায় কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান জানান, লোকালয় থেকে উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য ১৪ ফুট লম্বা এবং প্রায় ১৫ কেজি ওজনের। কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এটি অবমুক্ত করা হয়।
তিনি জানান, এর আগেও বেশ কয়েকটি অজগর ও বিভিন্ন বন্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
বিআরইউ