Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাড়ছে নানা রোগ

তীব্র তাপদাহে অতিষ্ঠ মধুপুরবাসী

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৪, ০২:৪১ পিএম


তীব্র তাপদাহে অতিষ্ঠ মধুপুরবাসী

প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে টাঙ্গাইলের মধুপুর এলাকার বাসিন্দারা। একটু প্রশান্তির আশায় মানুষ গাছের ছায়া কিংবা ছুটছে শীতল কোনো স্থানে।

গরমের কারণে বাড়ছে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গত কয়েকদিন ধরে উত্তরের আকাশে বয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন কর্মজীবী মানুষজন।

বেলা বাড়ার সাথে সাথেই যেন আগুন ঝড়াতে থাকে সূর্য। রাত দিনের তাপমাত্রার কোনো পরিবর্তন না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কয়েকদিনের তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে হাসপাতালের জরুরি বিভাগে বাড়ছে রোগীর সংখ্যাও।

হাসপাতাল ঘুরে দেখা যায়, জ্বর, ঠান্ডা, ডায়রিয়া ও শ্বাসকষ্ট জনিত কারণে অন্যান্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী আসছে চিকিৎসার নিতে। যথাসম্ভব চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।

এদিকে চিকিৎসার পাশাপাশি তাপপ্রবাহ থেকে বাঁচতে ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি পানি, স্যালাইন ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন।

ইএইচ

Link copied!