Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৪, ০৩:৩৪ পিএম


বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিশ্বাস মুতিউর রহমান বাদশা আনারস, রাজিব আহম্মদ তালুকদার কাপ পিরিচ, ক্যাপ্টেন (অব.) মো. কামরুল ইসলাম খান মোটরসাইকেল ও ফিরোজ আলম খান দোয়াত-কলম প্রতীক পেয়েছেন। উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে ডক্টর আবদুস সালাম মল্লিক উড়োজাহাজ, সাইফুল ইসলাম ডাকুয়া তালা, মো. শাহবাজ মিঞা শোভন  বই এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা মাহবুব কলস, তাহমিনা বেগম মিনু হাঁস প্রতীক বরাদ্দ পেয়েছেন।

প্রতীক বরাদ্দের আগে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নির্বাচনি আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার ওহিদুজ্জামান মুন্সির সভাপতিত্বে সভায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

ইএইচ

Link copied!