Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মধুপুরে জৈব কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৪, ০৫:২২ পিএম


মধুপুরে জৈব কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

টাঙ্গাইলের মধুপুরে জৈব কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কারিতাস আলোক-৩ প্রকল্প ময়মনসিংহ অঞ্চল মধুপুর উপজেলার আয়োজনে কারিতাস জলছত্র অফিস প্রাঙ্গণে সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী জৈব কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব রাফায়েল ম্রং।

প্রশিক্ষণে জৈব কৃষির মৌলিক ধারণা, জৈব কৃষি চর্চা অসম্প্রসারণে দেশীয় (ধান-শস্যের) বীজের গুরুত্ব সম্পর্কিত সেশন পরিচালনা করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল বাছেদ।

এ সময় আরও বক্তব্য দেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা।

ধানের জাত সংকরায়ণ (ব্রিডিং) ও উদ্ভাবন সম্পর্কিত বাস্তব অভিজ্ঞতা নিয়ে বক্তব্য দেন- মাগন্তিনগর পুরুষ কৃষক সংগঠনের সভাপতি মি. আব্রাহাম রেমা, ফোকাল পার্সন আলোক-৩ প্রকল্প কারিতাস ময়মনসিংহ অঞ্চলের মি. বাঁধন চিরান, আলোক-৩ প্রকল্প ময়মনসিংহ অঞ্চলের কৃষি অফিসার মিস এনা নকরেক, মধুপুর উপজেলা কারিতাস আলোক-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা মিসেস সূচনা রুরাম প্রমুখ।

ইএইচ

Link copied!