Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নাটোরে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ১ জনের

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৪, ০৬:১৮ পিএম


নাটোরে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ১ জনের

নাটোর সদরের দত্তপাড়া ব্রিজের উপরে দুটি পণ্যবাহী ট্রাক ও একটি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

নিহত চালকের নাম দিপু মন্ডল। তিনি যশোর কোতয়ালি থানার বড় হয়বিয়তপুর গ্রামের বাসিন্দা।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকা থেকে বগুড়াগামী গমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুটি ট্রাক শহরগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে চারজন আহত হন।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাথরবোঝাই ট্রাকচালক দিপু মণ্ডল মারা যান।

ইএইচ

Link copied!