Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাগুরায় উপজেলা পরিষদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৪, ০৭:১৪ পিএম


মাগুরায় উপজেলা পরিষদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে মাগুরা সদর এবং শ্রীপুর উপজেলা পরিষদের প্রার্থীদের মধ্যে যাচাইবাছাই শেষে প্রতীক  বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার মাগুরা জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান তার কার্যালয়ে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

মাগুরা সদর উপজেলা পরিষদের ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জন চেয়ারম্যান প্রার্থীর যাচাই বাছাই শেষে প্রতীক দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দ প্রাপ্তরা হলেন, রানা আমির উসমান মোটরসাইকেল, মো. জাহাঙ্গীর হোসেন আনারস, রেজাউল ইসলাম হেলিকাপ্টার, আব্দুল কুদ্দস ঘোড়া এবং উত্তম কুমার বিশ্বাস দোয়াত কলম প্রতীক পেয়েছে।

এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান ৩ জন তারা হলেন- আপেল মাহমুদ, বাহারুল ইসলাম, সুমন কুমার ঘোষ।

মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থী হলেন- মিনতি রানী দত্ত, সোনিয়া সুলতানা, রুখসানা ইয়াসমিন নাজু, শারমিন আক্তার রোজি।

শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৪ জন হলেন- এম এম মুতাসিম বিল্লাহ সংগ্রাম পেয়েছেন ঘোড়া, খোন্দকার আসরার এলাহি পেয়েছে আনারস, মিয়া মাহমুদুল গণি পেয়েছে দোয়াত-কলম, শরিয়াতউল্লাহ হোসেন মিয়া পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।

এ ছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান ৫ জন হলেন- কাজী জালাল উদ্দীন তালা, প্রান্ত কুমার চাকী উড়োজাহাজ, মো. আলিনুর রহমান টিয়া পাখি, খায়রুল আলম চশমা, বাবুল রেজা টিউবওয়েল।

মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন হলেন- কৃষ্ণা রানী দাস, জোয়ার্দার স্বর্নালী, নার্গিস সুলতানা।

ইএইচ

Link copied!