Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ময়মনসিংহের শ্রেষ্ঠ ওসি ভালুকার শাহ কামাল

ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৪, ০৭:২৫ পিএম


ময়মনসিংহের শ্রেষ্ঠ ওসি ভালুকার শাহ কামাল

ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ কামাল আকন্দ।

সোমবার দুপুরে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ওসি শাহ্ কামাল আকন্দের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

গুরুত্বপূর্ণ মামলার মূল রহস্য উদ্ঘাটন, চোরাই মালামাল উদ্ধার, মাদক উদ্ধার, থানা এলাকার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ সেবামূলক কার্যক্রম বিষয়ে অবদান রাখায় ওসি শাহ্ কামাল আকন্দকে এ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া, জেলা পুলিশের ওই মাসিক কল্যাণ সভায় মামলা তদন্তে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ভালুকা মডেল থানার এস আই নজরুল ইসলাম ও এসআই  মো. আবুল কালাম আজাদও জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই হিসেবে পাইলট ভৌমিককে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। 
ভা
লুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ বলেন, পুরস্কার সব সময় দায়িত্ববোধকে বাড়ায় এবং সেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ বৃদ্ধি করে। এ পুরস্কার ভালুকা মডেল থানার সকল সহকর্মীদের অবদান। সকলের সহযোগিতা ভালুকাবাসীকে সেবা ও নিরাপত্তা প্রদান করতে চাই।

ইএইচ

Link copied!