Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল সুস্মিতাকে, স্বামী গ্রেপ্তার

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৪, ০৮:২১ পিএম


হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল সুস্মিতাকে, স্বামী গ্রেপ্তার

টাঙ্গাইলের দেলদুয়ারে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল গৃহবধূ সুস্মিতাকে (২৩)। চলতি বছরের ১৪ মার্চ উপজেলার এলাসিন ইউনিয়নের মসুরিয়া গ্রামে ঘটেছিল ঘটনাটি। একটি পরিকল্পিত হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে গৃহবধূর স্বামী লাশ ঝুলিয়ে রেখে শ্বশুর বাড়িতে খবর পাঠায়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে।

জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার চর পাকুল্লা গ্রামের মৃত কামরুল ইসলাম মোল্লার মেয়ে সুস্মিতার ৫ বছর আগে বিয়ে হয় এলাসিন ইউনিয়নের মসুরিয়া গ্রামের আজিজুল হক আজুর ছেলে ইউসুফ সরকারের সঙ্গে।

সুস্মিতার পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই তাকে বিভিন্ন সময় মানসিক নির্যাতন করতো।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ প্রদ্যুৎ সরকার জানান, আমার যোগদানের পূর্বে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছিল। সেই মামলার চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্ট ২১ এপ্রিল থানায় আসে, সেই রিপোর্টের ভিত্তিতে সোমবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেন ভিকটিমের মা জোসনা বেগম। মামলার প্রধান আসামি স্বামী ইউসুফ সরকারকে গ্রেপ্তার করে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!