Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৪, ০৯:২৪ পিএম


রাজবাড়ীতে শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

রাজবাড়ীতে ৬ষ্ঠ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে ফিতা কেটে এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মাসব‌্যাপী এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এতে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রির সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মো. জিল্ল‌ুল হাকিম এমপি।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

মেল‌ায় ঘর সাজানো জিনিসপত্র, পোশাক, শাড়ি, থ্রিপিস, চুড়ি, মালা খেলনা, মুখরোচক খাবার এবং কুটির শিল্পের পণ্যসহ নানা পণ্য মেলায় স্থান পেয়েছে।

এছাড়াও বাচ্চাদের বিনোদনের জন্য নানা ধরনের রাইডস রয়েছে মেলায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আতশবাজি ফাটানো হয়।

ইএইচ

Link copied!