Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

এপ্রিল ২৪, ২০২৪, ০৪:৩৪ পিএম


পাটগ্রামে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় মমতা বেগম(৪৫) নামে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমতা বেগম  (৪৫) পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর ধবলসুতী গ্রামের মৃত বছির উদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানায়, বুধবার সকালে রেললাইনে ধারে গাছের পাতা ও লাকড়ি কুড়াতে যায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী মমতা বেগম এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

এ বিষয় বুড়িমারী রেলওয়ে স্টেশনের মাস্টার নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার পরেই বিষয়টি লালমনিরহাট জিআরপি থানাকে অবগত করেছি। ওনারা আসলেই ব্যবস্থা নেবেন।

বিআরইউ

Link copied!