Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

তাপদাহে পুড়ছে পোরশা বাসি, মাঠ ফেটে চৌচির

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

এপ্রিল ২৪, ২০২৪, ০৫:১৩ পিএম


তাপদাহে পুড়ছে পোরশা বাসি, মাঠ ফেটে চৌচির

তাপদাহে পোরশা উপজেলার জনজীবন বিপর্যস্ত রাস্তাঘাট মাঠ যেন জনশূন্য। খেটে খাওয়া মানুষদের জীবিকা যেন বন্ধের পথে।

আজ (২৪ এপ্রিল) বুধবার পোরশা উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে এসে দেখা যায়, বরেন্দ্রভূমি ফেটে চৌচির। মাঠে ঘাটে নেই কোনো শ্রমিক। প্রচণ্ড তাপদাহে বের হতে পারছে না মানুষ প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা।

রাস্তায় তাকালে দেখা যায় না পথচারী। মাঠে নেই শ্রমিক। প্রচণ্ড গরমে বাড়িতেও নেই কোনো শান্তি।

নওগাঁর বদলগাছি আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর বলছেন, আগামী বৃহস্পতিবার কিছুটা তাপমাত্রা কমলেও পর দিন থেকে তাপমাত্রা আরও বাড়বে।

আজ পোরশায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ডিগ্রী সে.। মসজিদে মসজিদে পানির জন্য দোয়া করা হচ্ছে। এলাকার কিছু কিছু নলকূপে পাওয়া যাচ্ছে না পানি।

বিআরইউ

Link copied!