Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বৃষ্টির জন্য কাউনিয়ায় ইসতিসকার নামাজ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :

এপ্রিল ২৫, ২০২৪, ১২:২৯ পিএম


বৃষ্টির জন্য কাউনিয়ায় ইসতিসকার নামাজ

তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে কাউনিয়ায় বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সাড়ে দশটার দিকে  উপজেলার কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সব শ্রেণি বয়সের মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।

নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন  আল আকসা আইডিয়াল  মাদ্রাসার পরিচালক  মাওলানা মো:শফিউল আজম।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে কাউনিয়া সহ সারাদেশে বৃষ্টি নেই। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করেন–এটাই প্রার্থনা।

ধর্মপ্রাণ মুসল্লিরা ইস্তিসকার নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলে বৃষ্টির কামনায় ফরিয়াদ করেন।

 

বিআরইউ

Link copied!