Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ভোলায় ইসতিসকার নামাজ অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৪, ০২:২৬ পিএম


ভোলায় ইসতিসকার নামাজ অনুষ্ঠিত

ভোলায় তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য জাতীয় উলামায়ে মশায়েখ পরিষদের পক্ষ থেকে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।

তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টির জন্য পরম করুণাময় মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাতে রহমত ও ক্ষমা চান তারা।

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা সদরের বাংলা স্কুল মাঠে সালাতুল ইসতিসকায় ইমামতি করেন মাওলানা মো. রফিকুল ইসলাম। এ সময় কয়েক শত মুসল্লিরা দুই রাকাত নামাজ আদায় করে সৃষ্টিকর্তার নিকট তাপদাহ থেকে রক্ষা ও বৃষ্টির জন্য প্রার্থনা করেন।

ভোলা আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েকদিন ধরে সারাদেশের ন্যায় ভোলায় ও মৃদু থেকে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে, ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে, এতে তীব্র তাপদাহের কারণে ও খরায় ফসলি জমি, প্রাণিকূলসহ অস্থির হয়ে উঠছে জনজীবন, বৃষ্টি না হওয়ায় নদী-নালা, খাল, বিল, পুকুর শুকিয়ে যাচ্ছে।

নামাজে অংশগ্রহণ করা কয়েকজন মুসুল্লি জানান, প্রচণ্ড গরমে এবং খরায় অস্থির হয়ে উঠছে জনজীবন
এ অবস্থা থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করে মোনাজাতে ক্ষমা ও রহমত প্রার্থনা করেছি।

এছাড়াও বৃষ্টি ও রহমত প্রার্থনা করে জেলার ইলিশার মৌলভীরহাট মাদরাসার মাঠ ও চরফ্যাশন উপজেলার দুলারহাট ফাজিল মাদরাসার মাঠসহ জেলার বেশকিছু জায়গায় ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইএইচ

Link copied!