ভোলা প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৪, ০২:২৬ পিএম
ভোলা প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৪, ০২:২৬ পিএম
ভোলায় তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য জাতীয় উলামায়ে মশায়েখ পরিষদের পক্ষ থেকে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টির জন্য পরম করুণাময় মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাতে রহমত ও ক্ষমা চান তারা।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা সদরের বাংলা স্কুল মাঠে সালাতুল ইসতিসকায় ইমামতি করেন মাওলানা মো. রফিকুল ইসলাম। এ সময় কয়েক শত মুসল্লিরা দুই রাকাত নামাজ আদায় করে সৃষ্টিকর্তার নিকট তাপদাহ থেকে রক্ষা ও বৃষ্টির জন্য প্রার্থনা করেন।
ভোলা আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েকদিন ধরে সারাদেশের ন্যায় ভোলায় ও মৃদু থেকে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে, ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে, এতে তীব্র তাপদাহের কারণে ও খরায় ফসলি জমি, প্রাণিকূলসহ অস্থির হয়ে উঠছে জনজীবন, বৃষ্টি না হওয়ায় নদী-নালা, খাল, বিল, পুকুর শুকিয়ে যাচ্ছে।
নামাজে অংশগ্রহণ করা কয়েকজন মুসুল্লি জানান, প্রচণ্ড গরমে এবং খরায় অস্থির হয়ে উঠছে জনজীবন
এ অবস্থা থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করে মোনাজাতে ক্ষমা ও রহমত প্রার্থনা করেছি।
এছাড়াও বৃষ্টি ও রহমত প্রার্থনা করে জেলার ইলিশার মৌলভীরহাট মাদরাসার মাঠ ও চরফ্যাশন উপজেলার দুলারহাট ফাজিল মাদরাসার মাঠসহ জেলার বেশকিছু জায়গায় ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইএইচ