Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ত্রিশালে প্রাইভেটকারে আগুন লেগে প্রাণ গেল ১ জনের

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৪, ০২:৩৯ পিএম


ত্রিশালে প্রাইভেটকারে আগুন লেগে প্রাণ গেল ১ জনের

ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আগুন লেগে ঘটনাস্থলে ১ জন নিহত হয় ও আরেকজন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ থেকে নিজস্ব প্রাইভেটকার চালিয়ে ত্রিশালে আসার পথে নুরুর দোকান নামক স্থানে পিছন দিক থেকে অজ্ঞাত গাড়ি চাপা দিলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেলে আগুন লেগে ঘটনাস্থলে শামীম পারভেজ (৩৫) নিহত হয়। এ সময় প্রাইভেটকারে থাকা দীপক নামের এজন গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত শামীম পারভেজ ত্রিশাল পৌরসভার ৪নং ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত কমিশনার আজহারুল ইসলামের বড় ছেলে সে যুবলীগ নেতা।

ইএইচ

Link copied!