Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাঙ্গুনিয়ায় আ.লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৪, ০৩:৪৯ পিএম


রাঙ্গুনিয়ায় আ.লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবুল হাশেম বিএসসি (৮৪) ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

শোকাহত পররাষ্ট্র মন্ত্রী প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইএইচ

Link copied!