Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হরিরামপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৪, ০৫:৫৪ পিএম


হরিরামপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নে ছুরিকাঘাত করে এক যুবককে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের পশ্চিম নাওডুবি এলাকায় মারধর ও ছুরিকাঘাতে হাবিনুর (২২) নামের এক যুবক নিহত হয়।

বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া জানান, পূর্ব শত্রুতার জেরে দুপুরে বাস্তা নাওডুবি এলাকায় হাবিনুর নামে একজনকে মেরে ফেলা হয়েছে।

হরিরামপুর থানার ওসি শাহনুর এ আলম জানান, মাচাইন মাজারে ওরসের সময় হাবিনুরের সাথে বাস্তা ও নাওডুবি এলাকার কয়েকজনের সাথে ঝগড়া হয়েছিল। সেই ঝগড়া থেকে পূর্বশত্রুতার জেরে আজ হাবিনুরের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!