Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ফরিদগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৪, ০৮:৩৪ পিএম


ফরিদগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে এবং ফসলাদির জন্য আল্লাহর নিকট প্রশান্তি দায়ক বৃষ্টির প্রার্থনায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জে।

বৃহস্পতিবার সকালে উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর দরবার শরীফের সালাতুল ইসতিসকার নামাজে আদায় হয়।

দরবার শরীফের পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা বেলাল বিন মোস্তফা কামাল সভাপতিত্বে নামাজ ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম।

এ সময় আলোনিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম, মুনছুর আহমদ, মাওলানা মিজানুর রহমান, সবুজসহ এলাকার প্রায় আড়াইশত মুসুল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও দারুল কোরান হিফজ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!