Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নদী থেকে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৪, ০৯:১৬ পিএম


নদী থেকে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের দুদিন পর নদীতে ভাসমান অবস্থায় আলিফ বিশ্বাস (২৪) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।

বৃহস্পতিবার উপজেলার দেওডাঙ্গা-মাধবপাশা এলাকার নবগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে নৌপুলিশ।

আলিফ বিশ্বাস উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থ মধ্যপাড়া এলাকার তনু বিশ্বাসের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আহাদ চৌধুরী বলেন, স্বজনদের মাধ্যমে জানা গেছে ছেলেটি মানসিক প্রতিবন্ধী ছিল। দুদিন আগে সে নিখোঁজ হয়। কালিয়ার মাধবপাশা এলাকায় অর্ধগলিত অবস্থায় তার লাশটি পাওয়া যায়।

এ বিষয়ে অপমৃত্যু মামলা দিয়ে মরদেহটি ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!