Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

হাতির আক্রমণে প্রাণ গেল ১ জনের

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৪, ০৩:৪৬ পিএম


হাতির আক্রমণে প্রাণ গেল ১ জনের

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের বাতকুচি টিলাপাড়ায় হাতির আক্রমণে নিহত হয়েছেন আলহাজ ওমর আলী মিস্ত্রি (৭০) নামের একজন কৃষক।

জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৫০ টির অধিক হাতির দল পোড়াগাও ইউনিয়নের বরুঙ্গা কালাপানি সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় থেকে হাতির দলটি একেরপর এক আধাপাকা বোর ধান সাবাড় করে বাতকুচি টিলাপাড়া লোকালয়ে চলে আসে এবং আধাপাকা বোর ধান সাবাড় করতে থাকে এসময় বোর চাষিরা একত্রিত হয়ে হৈ হুল্লোর করে আলো জ্বালিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে। এ সময় বোর চাষি আলহাজ ওমর আলী সকলের সঙ্গত্যাগ করে অদূরে প্রস্রাব করতে যায়। এ সময় হাতি তাকে মেরে ফেলে।

এলিফ্যান্ট এসপোষ্ট টিম চেয়ারম্যান উকিল মিয়া বলেন, হাতি প্রতিরোধ ব্যবস্থার কোন সরকারি পদক্ষেপ নেই।

এ ব্যাপারে মধুটিল রেঞ্জ অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে হাজী ওমর আলী নামের একজন হাতির আক্রমণে নিহত হয়েছেন। সরকার নিহত পরিবারকে ৩ লাখ টাকা প্রদান করবে বলে জানান তিনি।

ইএইচ

Link copied!