Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ত্রিশালে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৪, ০৫:১৫ পিএম


ত্রিশালে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ময়মনসিংহের ত্রিশালে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিঘোরকান্দা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসতিসকার নামাজের আয়োজন করে রায়েরগ্রাম নিঘোরকান্দা ওয়েলফেয়ার মানবিক সোসাইটি।

আয়োজকরা জানান, দেশব্যাপী চলমান দীর্ঘ অনাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত ও সংকটাপন্ন প্রাণিকূল। এ অবস্থায় আল্লাহর রহমত ও বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজের আয়োজন করা হয়।

বৃষ্টির জন্য নামাজের আহ্বান করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

দুই রাকাত নামাজ শেষে দোয়া পরিচালনা করেন নিঘোরকান্দা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আছরারুল হক। দোয়ায় বৃষ্টির জন্য মহান আল্লাহর করুণা চেয়ে মুসল্লিরা আহাজারি করেন।

নামাজে অংশ নেওয়া মাওলানা মাহবুবুর রহমান নোমানী বলেন, এই তীব্র গরমে আল্লাহ তায়ালার করুণা ছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই। নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লার কাছে করুণা হিসেবে বৃষ্টি চাওয়া হয়েছে। বৃষ্টি নাহলে মানুষ ও প্রাণিকূল চরম সংকটে পড়বে।

ইএইচ

Link copied!