Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গভীর নলকূপের গর্তে পড়ে যুবকের মৃত্যু

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৪, ০৬:৩২ পিএম


গভীর নলকূপের গর্তে পড়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের পূর্ব নেমাজপুর গ্রামে মাঠের মধ্যে থাকা একটি পরিত্যক্ত গভীর নলকূপের হাউজিংয়ের মধ্যে পড়ে যাওয়া যুবক রনি বর্মনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস।

ওই সময় স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জ জেলার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, ওসি তারেকুর রহমান সরকার, স্বাস্থ্য কমপ্লেক্স ও বিওমডিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিকাল ৪টার দিকে রনির নিথর দেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস।

নলকূপের অপারেটর জানান, বিএমডিএর গভীর নলকূপটি পানির স্তর নিচে নেমে যাওয়ায়, পাশেই নতুন করে আরেকটি গভীর নলকূপ কিছুদিন পূর্বে বসানো হয়, ফলে আগেরটি পরিত্যক্ত হয়ে পড়ে ছিল। ওই পরিত্যক্ত নলকূপের হাউজিংয়ের মধ্যেই পড়ে যায় রনি বর্মন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান জানান, প্রায় ৫ ঘণ্টার বেশি সময়ের চেষ্টার পর বিকাল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা রনি বর্মনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এখন পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

মানসিক প্রতিবন্ধী যুবক রনি বর্মন গভীর নলকূপের ওই এলাকায় ঘুরাঘুরি করত। আজ সকালে পরিত্যক্ত গভীর নলকূপের হাউজিংয়ের পড়ে যায় সে। এ সময় মাঠের কয়েকজন কৃষক ওই নলকূপের কাছে পানি খাওয়ার জন্য এসেছিল, তারা ছেলেটির কান্নার আওয়াজ শুনে সবাইকে জানায়, খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।

ইএইচ

Link copied!