Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পানচাষি কার্তিকের স্বপ্ন পুড়ে ছাই

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৪, ০৮:২৮ পিএম


পানচাষি কার্তিকের স্বপ্ন পুড়ে ছাই

নড়াইল সদর উপজেলায় এক কৃষকের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ৪০ শতাংশ জমির পানের বরজ আগুনে পুড়ে গেছে।

শুক্রবার ভোরে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়া বাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষকের অভিযোগ পরিকল্পিতভাবে তার পানের বরজে আগুন লাগানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক কার্তিক কুমার সদর উপজেলার বুড়া বাদুড়িয়া গ্রামের মৃত রামপদ করের ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক কার্তিক কুমার দীর্ঘদিন ধরে ৪০ শতাংশ জমিতে পানের চাষ করে আসছিলেন। বরজের পান বিক্রি করেই চলত তার সংসার। শুক্রবার ভোরে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার পানের বরজে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কৃষকের প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কৃষক কার্তিক কুমার বলেন, শুক্রবার সকালে বরজে পান ভাঙতে গিয়ে দেখি কে বা কারা আমার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। বরজের পান বিক্রি করেই চলতো আমার সংসার। এর আগেও আমার এই পানের বরজ থেকে পান চুরি হয়ে যেত। আমি এখন কীভাবে সংসার চালাব। আমি এ ঘটনার বিচার চাই।

কার্তিকের ছোট ভাই মিন্টু কর বলেন, গত বছরের ২৬ অক্টোবরে আমার বাড়ি থেকে পাঁচটি গরু চুরি হয়ে গেছে। আজ আমার দাদার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা এখন পুরো নিঃস্ব হয়ে গেছি।

এ ব্যাপারে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ বলেন, আমার এলাকায় কৃষক কার্তিকের পানের বরজে কে বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনা শোনার পর সকালে জায়গাটা পরিদর্শন করেছি। কার্তিক ওই জমিতে বরজ করেই তার সংসার চালাত। ঘটনাটি দুঃখজনক। এই কাজটা যেই করে থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমিসহ বিট অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!