Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে নিখোঁজের ৩দিনেও সন্ধান মিলেনি কলেজ ছাত্রের

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলা প্রতিনিধি:

এপ্রিল ২৭, ২০২৪, ০৯:৪৩ এএম


ফেনীতে নিখোঁজের ৩দিনেও সন্ধান মিলেনি কলেজ ছাত্রের

ফেনীতে নিখোঁজের ৩দিনেও সন্ধান মিলেনি কলেজ ছাত্র মোহাম্মদ ওমর প্রকাশ রিফাতের (১৮)।

 বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তাঁর পরিবারের পক্ষ থেকে এব্যাপারে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।যার নং(১৭২৫)।

এর আগে গত বুধবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে বাসা থেকে বের হয়ে এখনও পর্যন্ত আর ফিরে আসেনি।

নিখোঁজ ওমর ফেনী শহরের শাহীন একাডেমি রোডস্থ মুন ভিলায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতো।

সে জেলার জয়নাল হাজারী কলেজের ছাত্র ও এবারের এইচএসসি পরীক্ষার্থী। তার পিতা সোহাম্মদ আলম একজন প্রবাসী।

ফেনী মডেল থানার ওসি মো শহিদুল ইসলাম চৌধুরী সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের পক্ষ থেকে ব্যাপারটি গুরুত্ব সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে, দুঃখজনক হলেও সত্য  শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ছেলেটির কোনো সন্ধান মেলেনি। 

বিআরইউ

Link copied!