Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

নাটোরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

এপ্রিল ২৭, ২০২৪, ১২:২৮ পিএম


নাটোরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে চড়ক পূজা উদ্‌যাপনের সময় সঞ্জয় ঘোষ ওরফে সঞ্জিত (৪৭) নামের এক ব্যক্তির হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পরে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলী স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.মুজাহিদুল ইসলাম হিটস্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত সঞ্জয় ঘোষ সিধুলী গ্রামের ঘোষ পাড়া মহল্লার সর্গীয় সুদর্শন ঘোষের ছেলে।

স্থানীয় ও মেলা আয়োজক কমিটি সূত্রে জানা যায়, গুরুদাসপুরের দুই শত বছরের ঐতিহ্যবাহী দুই দিনব্যাপী চড়ক পূঁজা ও বউ মেলার আয়োজন করে আসছে মেলা কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় প্রতিবছর মেলায় চড়ক পূজা অনুষ্ঠিত হয়। চড়ক পূজায় সঞ্জিতসহ তিন চারজন ছেলে চড়ক ঘুরাতে থাকে। চড়ক ঘুরানোর এক পর্যায়ে সঞ্জিত মাথা ঘুরে পড়ে যায়। স্থানীয়রা তার মাথায় পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, ওই পরিবারের সঙ্গে কথা বলে রাতেই সৎকারের ব্যবস্থা করা হয়েছে।


বিআরইউ

Link copied!