Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৪, ০২:০৪ পিএম


মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

দেশজুড়ে চলমান তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরম থেকে রক্ষা পেতে টাঙ্গাইলের মধুপুরের টেংরী সিএন্ডবি মোড় বাইতুল আমান জামে মসজিদের মসজিদ কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে টেংরী সিএন্ডবি মোড় মধুপুর মডেল টেকনিক্যাল ইন্সটিটিউট মাঠে সালাতুল ইসতিসকার  নামাজ  আদায় করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

শনিবার সকালে ইসতিসকার নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন টেংরি বায়তুল আমান জামে মসজিদের ইমাম আলামিন।

সালাতে ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত সালাত আদায় করেন। সালাত শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য বিশেষ দোয়া করেন। মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করে অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা।

নামাজে উপস্থিত ছিলেন- মসজিদ কমিটির সভাপতি মো. অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক  মো. রমজান আলী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো. বজলুর রশিদ খান, টেংরী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক মো. মাহবুবুল আলম ঠান্ডু, টেংরী গ্রামসহ আশেপাশের গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা।

ইএইচ

Link copied!