Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বাকেরগঞ্জের মা ও দুই সন্তানের

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

এপ্রিল ২৭, ২০২৪, ০৩:৩১ পিএম


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বাকেরগঞ্জের মা ও দুই সন্তানের

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মা ও তার ২ সন্তানের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি, সেখানে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, আজ বেলা ১১টার দিকে নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে।

এতে গৃহবধূ সোনিয়া বেগম (৩১), তার ৯ বছরের মেয়ে রেজমি আক্তার ও ৫ বছরের ছেলে সালমান মোল্লা নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিআরইউ

Link copied!