Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৪, ০৬:২৮ পিএম


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

প্রথমধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরীকে তলব করেছেন নির্বাচন কমিশন।

শনিবার রিটার্নিং কর্মকর্তা ও দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে ব্যাখ্যা প্রদানের জন্য নোটিশ জারি করা হয়।

নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তাকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।

কাজী শুভ রহমান চৌধুরী ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। এবারের উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তার বিরুদ্ধে অভিযোগ গত বুধবার সন্ধ্যায় উপজেলার ২নং পালশা ইউনিয়ন কার্যালয়ের সামনে ফাঁকা জায়গায় নির্বাচনি কর্মী সভায় তিনি নিজেকে স্থানীয় সংসদ সদস্যের মনোনীত প্রার্থী বলে দাবি করেছেন।

এ নিয়ে গত বৃহস্পতিবার বিকালে আরেক চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আইনজীবী রবিউল ইসলাম ভিডিও বক্তব্যসহ রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। রবিউল ইসলাম কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি জেলা পরিষদের সাবেক সদস্য। 
জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী বলেন, শনিবার বিকালে চিঠি হাতে পেয়েছি। নির্বাচন কমিশনের চিঠি অনুযায়ী যথাসময়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করবো। অভিযোগের ঘটনাটি নিছক একটি ভুল। ভুলবশত আমি উক্তরূপ কথা বলেছিলাম।

এদিকে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ৩১ লঙ্ঘন করেছেন। তাকে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।

ইএইচ

Link copied!