Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় মার্কেটে আগুন, ২ দোকান পুড়ে ছাই

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৪, ০৭:০০ পিএম


ভালুকায় মার্কেটে আগুন, ২ দোকান পুড়ে ছাই

ময়মনসিংহের ভালুকায় সরকারি কলেজ এলাকায় রাজিব মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকান ও মার্কেটের স্বত্বাধিকারী হোসাইন মোহাম্মদ রাজিবের অফিস পুড়ে গেছে।

শুক্রবার ভোরের দিকে মার্কেটে আগুন লাগে।

এলাকাবাসী ও মল্লিকবাড়ী ইউনিয়নের  চেয়ারম্যান মো. আকরাম হোসাইন জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩-৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

মার্কেটের স্বত্বাধিকারী হোসাইন মোহাম্মদ রাজিব জানান, ভোর রাতের দিকে আগুন লাগে। এতে দুটি দোকান ও আমার অফিস পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণ করেছি। মার্কেটে পানির ব্যবস্থা না থাকায় রাস্তার পূর্ব পাশ থেকে পানি নিয়ে কাজ করতে হয়েছে। দোকানগুলো বন্ধ ছিল পরে তালা কেটে আমরা ভিতরে প্রবেশ করি।

ইএইচ

Link copied!