Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৪, ০৭:৪৫ পিএম


কুড়িগ্রামে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

কুড়িগ্রামে ১১৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার কুড়িগ্রাম জেলা পুলিশ মিডিয়া জানায়, জেলার নাগেশ্বরী থানার একটি চৌকস টিম নাগেশ্বরী থানাধীন নেওয়াশী ইউনিয়নের সুখাতি এলাকা থেকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বারইগাঁও গ্রামের কুখ্যাত মাদক কারবারি মো. দেলোয়ার হোসেন (৪২) ও একই জেলার পশ্চিম আপাড়া গ্রামের মো. আশরাফুল ইসলামকে (৩০) ১১৩ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

ইএইচ

Link copied!