Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

উপজেলা পরিষদ নির্বাচন: মধুপুরে নির্বাচনি কর্মিসভা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৪, ০৯:১৮ পিএম


উপজেলা পরিষদ নির্বাচন: মধুপুরে নির্বাচনি কর্মিসভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছরোয়ার আলম খান আবুর নির্বাচনি কেন্দ্র কমিটি গঠন ও কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর পৌরসভার ৭নং ওয়ার্ডবাসী ও সর্বস্তরের জনগণের আয়োজনে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে এ নির্বাচনি কেন্দ্র কমিটি গঠন ও কর্মিসভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনায়েত হোসেন খান।

নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাবেক পৌর মেয়র মাসুদ পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর বণিক সমিতির সভাপতি নুরুল আলম খান রাসেল, সাধারণ সম্পাদক মীর জহির উদ্দিন বাবর, ৭নং ওয়ার্ড কাউন্সিলর হারুনর রশীদ, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফজলুল হক প্রমুখ।

নির্বাচনি কেন্দ্র কমিটি গঠন ও কর্মিসভায় বক্তারা ছরোয়ার আলম খান আবুকে দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার আহ্বান জানান।

ইএইচ

Link copied!