Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৪, ০১:২৫ পিএম


বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা জজ আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে আদালত চত্বর থেকে একটি বাদ্য বাজিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। খুলনা-বাগেরহাট মহাসড়কের একাংশ ঘুরে শোভাযাত্রাটি পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. নুর নবী, জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি একে আজাদ ফিরোজ টিপু, আইনজীবী সহকারী সমিতির সদস্যসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!