Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চৌগাছায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি:

চৌগাছা (যশোর) প্রতিনিধি:

এপ্রিল ২৮, ২০২৪, ০৭:০০ পিএম


চৌগাছায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

যশোরের চৌগাছায় সাপের কামড়ে ববিতা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নারায়ণপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে জেমসের স্ত্রী। 

রোববার (২৮ এপ্রিল) দুপুরে যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের স্বামী জেমস জানান, শনিবার রাতে তারা স্বামী স্ত্রী নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর চারটার দিকে ঘুমান্ত অবস্থায় তার স্ত্রীকে বিষধর কামড় দিলে তাদের ঘুম ভেঙে যায়। এ সময় আমি ঘরের ভিতর সাপ দেখে সেটাকে মেরে ফেলে স্ত্রীকে নিয়ে চৌগাছা হাসপাতালে যায়। সেখান থেকে চিকিৎসক তাকে যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে রের্ফাড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৮ এপ্রিল) দুপুরে আমার স্ত্রী মৃত্যুবরণ করেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিআরইউ

Link copied!