নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৮, ২০২৪, ০৭:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৮, ২০২৪, ০৭:০০ পিএম
চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন গণপরিবহন মালিক-শ্রমিকেরা।
রোববার (২৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।
বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মঞ্জুর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের জেরে গাড়ি পোড়ানো হয়। চুয়েটের শিক্ষার্থীদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বাসের ক্ষতিপূরণ এবং বাসে অগ্নিসংযোগকারীদের গ্রেফতারসহ চার দফা দাবিতে শনিবার (২৭ এপ্রিল) ধর্মঘটের ডাক দেয় গণপরিবহন মালিক-শ্রমিকরা।
রোববার সকাল ৬টা থেকে বৃহত্তর গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়।
উল্লেখ্য, গত সোমবার (২২ এপ্রিল) চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শাহ আমানত সার্ভিসের একটি বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী দুই চুয়েট শিক্ষার্থী নিহত হয়। এর জের ধরে ওইদিন থেকেই শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে।
আরএস