Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

উপ-নির্বাচন

বিপুল ভোটে জামায়াত প্রার্থী সাত্তার খান চেয়ারম্যান নির্বাচিত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৪, ১০:৫১ এএম


বিপুল ভোটে জামায়াত প্রার্থী সাত্তার খান চেয়ারম্যান নির্বাচিত

ঝিনাইদহের মহেশপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর করা নিরাপত্তার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে আজমপুর ইউনিয়ন পুরিষদের উপ-নির্বাচন। 

রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এ নির্বাচনে জামায়াত ই্সলামী বাংলাদেশের প্রার্থী আব্দুস সাত্তার খান মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬১৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরীফুল ইসলাম চশমা প্রতীকে ২১৪২ ভোট, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হাসেম আনারস প্রতীকে ১৫৩৪ ভোট ও সাইফুল ইসলাম ঘোড়া প্রতীকে ১২৩ ভোট পেয়েছেন।

মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে ২০ হাজার ৮৯ জন ভোটারের মধ্যে ১০ হাজার ৮৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেছেন।

উল্লেখ্য, মহেশপুরের আজমপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী ২১ জানুয়ারি মারা যাওয়ার পর চেয়ারম্যান পদশূন্য ঘোষণা করা হয়।

ইএইচ

Link copied!