Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গফরগাঁওয়ে শিয়ালের কামড়ে আহত ৪

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৪, ১২:২৬ পিএম


গফরগাঁওয়ে শিয়ালের কামড়ে আহত ৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিয়ালের কামড়ে ৪ জন আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের বনগ্রাম গ্রামে ঘটনাটি ঘটে।

গুরুতর আহতরা হলেন- বনগ্রাম গ্রামের পারুল (৪৫), মোজাম্মেল (৫০) ও সরইকান্দা গ্রামের রিয়েল (৩২), মিজান (১৮)।

জানা যায়, রাতে পারুল বাড়িতে ধানের কাজ করছিলেন এ সময় শিয়াল এসে হাতে কামড় দেয়। আত্নরক্ষায় তখনই তিনি পুকুরে ঝাপ দেয়। এরপর মোজাম্মেল তার বাড়িতে শিয়ালের আক্রমণে শিকার হন। বনগ্রাম বাজার থেকে বাড়িতে ফেরার পথে রিয়েল ও মিজান শিয়ালের কামড়ে আহত হয়। গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. আলামিন বলেন, শিয়ালের কামড়ে আহত হয়েছে চারজন তবে শিয়ালটিকে এখনো মারা যায়নি। এনিয়ে আতঙ্ক বিরাজ করছে এলাকার মধ্যে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা দেবাশীষ রাজবংশী বলেন, শিয়ালের কামড়ে আহতদের রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সাথে সাথে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!