Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

থ্রি-হুইলার খাদে পড়ে নিহত ২

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৪, ১২:৩৫ পিএম


থ্রি-হুইলার খাদে পড়ে নিহত ২

মাদারীপুর সদর উপজেলার কাজীরটেক এলাকায় থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার সকাল ৮টার দিকে পুরাতন ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আরিফ শিকদার (২৫) ও থ্রি-হুইলার চালক এনামুল মুন্সি (৩০)।

এ ঘটনায় সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতদেহ দুটি মাদারীপুর সদর হাসপাতাগের মর্গে রাখা আছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম সালাউদ্দিন বলেন, ‘নিহতদের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ দেয়নি। মরদেহ দুটি মর্গে রাখা আছে। পরিবার যদি আইনগত ব্যবস্থা নিতে চায়, অভিযোগ নেওয়া হবে।’

ইএইচ

Link copied!