Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নেছারাবাদে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৪, ০১:২৮ পিএম


নেছারাবাদে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠিতে) ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৮টি দোকানের মালামালসহ ভস্মীভূত হয়েছে।

রোববার দিবাগত গভীর রাতে উপজেলার মিয়ারহাট বন্দর সংলগ্ন তালুকদারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্র জানায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. বশির তালুকদার জানান, এদিন রাত আনুমানিক আড়াইটার দিকে রিপনের ফার্নিচারের দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ডাক চিৎকার দিলে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, খবর পেয়ে সন্ধ্যা নদী পার হয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইএইচ

Link copied!