Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নীলফামারীতে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে কর্মশালা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৪, ০২:৪০ পিএম


নীলফামারীতে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে কর্মশালা

নীলফামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিরোদা রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট পঙ্কজ ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, নীলফামারী মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরীফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

ইএইচ

Link copied!