Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মহানন্দায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৪, ০২:৫৫ পিএম


মহানন্দায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো ধাইনগর ইউনিয়নের পীরগাছি গ্রামের রাসেল আলীর ছেলে শাকিল আহমেদ (৯) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মারিয়া খাতুন (০৯)। 

তারা দুজনই নাককাটিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর শিক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানান, সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজাওে মহানন্দা নদীর ঘাটে অনান্য শিশুদের সাথে গোসল করতে নেমে তারা ডুবে যায়। পরে তাদের সাথে থাকা শিশুররা বাড়িতে খবর দিলে, স্থানীয়রা খুজে তাদের মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই শিশুর স্থানীয়রা উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরবর্তী আইনী প্রক্রিয়া সম্পন্ন করে, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে। 

আরএস

Link copied!