Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোণায় ৪শ বস্তা চিনিসহ আটক ৩

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৪, ০৩:০৩ পিএম


নেত্রকোণায় ৪শ বস্তা চিনিসহ আটক ৩

নেত্রকোণায় বিশেষ অভিযানে সোমবার ভোরে বিশ হাজার কেজি ভারতীয় চিনিসহ ৪২ লাখ টাকার পণ্য জব্দ ও তিন চোরাকারবারিকে আটক করেছে মডেল থানা পুলিশ।

মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম (পিপিএম) আমার সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের রাজুরবাজার এলাকায় চোরাচালানের মাধ্যমে আসা একটি ট্রাকের গতিরোধ করে একটি ট্রাকসহ চারশো বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪২ লাখ টাকা।

এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মো. মাসুম, জায়েদ মিয়া ও বাবু মিয়াকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!