Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাংলাদেশকে শেখ হাসিনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন: এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৪, ০৩:৩৯ পিএম


বাংলাদেশকে শেখ হাসিনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন: এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশকে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। কৃষকদের জন্য বিনামূল্যের সার বীজ বরাদ্দ বৃদ্ধি করেছেন।

বলেন, বিএনপি ক্ষমতা থাকাকালে কৃষকরা সার নিতে গেলে গুলি করে মারা হয়েছে। আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার বলে সবসময় কৃষকদের পাশে আছে। কৃষকরা আজ সর্বোচ্চ সুবিধা পাচ্ছে।

সোমবার লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ৭ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-১ মৌসুমে আউশ ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধনকালে তিনি একথা বলেন।

এর আগে তিনি সকল কৃষকদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় রেজিস্ট্রেশন করার জন্য উদ্বুদ্ধ করেন।  

উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু হাসনাইন, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম হাওলাদারসহ আরও অনেকে।

ইএইচ

Link copied!