Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৪, ০৩:৪৭ পিএম


বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকদফা ধর্ষণের অভিযোগ উঠেছে। হিন্দু প্রেমিক ওই যুবক মুসলমান সেজে ওই স্কুলছাত্রীকে বিয়ে করবে এমন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করে আসছিল।

এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রী বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ৩ জনের নামে মামলা দায়ের করেছেন।

পুলিশ অভিযুক্ত প্রেমিক তন্ময় কুমার ওঝা (২০) ও তার অপর সহযোগী রনী তালুকদার (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ঘটনায় জড়িত অপর এক সহযোগী আসামি বিপ্লব কুমার সর্দার ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করছে।

মঠবাড়িয়া থানার (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে সোমবার আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্যও পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!