রাজবাড়ী প্রতিনিধি:
এপ্রিল ২৯, ২০২৪, ০৬:৩৭ পিএম
রাজবাড়ী প্রতিনিধি:
এপ্রিল ২৯, ২০২৪, ০৬:৩৭ পিএম
নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেছেন, মানুষের ভোটের প্রতি আস্থা ফিরেছে। গতকাল নির্বাচনে ৬৫,৭০,৭৫ ভাগ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দিনদিন ভোট কেন্দ্রে মানুষ তাদের ভোট দিতে যাচ্ছেন। এটা নির্বাচন কমিশনের প্রতি আস্থার কারণেই সম্ভব হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টার সময় ৬ষ্ট উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে রাজবাড়ী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙনের অভিযোগ উঠলে তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে দলীয় ভাবে কোন দল অংশগ্রহণ করছে না। এটা তাদের ব্যাপার। কোন এমপি, মন্ত্রী নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ,পিপিএম, র্যাব-১০,সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ (ওসি), নির্বাচন অফিসাররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৮ মে রাজবাড়ীর পাংশা ও কালুখালী ও আগামী ২১ মে রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিআরইউ