Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

পেকুয়ায় হিটস্ট্রোকে দিনমজুরের মৃত্যু

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৪, ০৮:৩১ পিএম


পেকুয়ায় হিটস্ট্রোকে দিনমজুরের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় মোহাম্মদ কালু (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মো.কালু উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা তেলিয়াকাটা এলাকার মৃত নাগু মিয়ার ছেলে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে তেলিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, মোহাম্মদ কালু সকালে প্রতিবেশী গিয়াস উদ্দিনের বাড়িতে খড়ের স্তুপের কাজ করছিল। এসময় সে গরমে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়। তাকে স্থানীয়রা  পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান জানান, কালু নামের এই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা যে বর্ণনা দিয়েছেন তাতে এই ব্যক্তি হিটস্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিআরইউ
 

Link copied!